📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ২ : বাংলা ব্যাকরণ
📝 পৃষ্ঠা নং: ০৩,০৪
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ২ : বাংলা ব্যাকরণ
📝 পৃষ্ঠা নং: ০৩,০৪
🔰 টপিক: ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ
১. ভাষার স্বরূপ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় কোথায় ?
➣ ব্যাকরণে।
➣ ব্যাকরণে।
২. ব্যাকরণের কাজ কী ?
➣ ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা।
➣ ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা।
৩. যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে কী বলে ?
➣ বাংলা ব্যাকরণ।
➣ বাংলা ব্যাকরণ।
৪. প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে ?
➣ ১৭৪৩ সালে, পর্তুগিজ ভাষায়।
➣ ১৭৪৩ সালে, পর্তুগিজ ভাষায়।
৫. প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে ?
➣ মানোএল দা আসসুম্পসাঁউ।
➣ মানোএল দা আসসুম্পসাঁউ।
৬. প্রথম বাংলা ব্যাকরণ কোন বইয়ের ভূমিকা অংশ হিসেবে রচনা করা হয় ?
➣ বাংলা-পর্তুগিজ অভিধান।
➣ বাংলা-পর্তুগিজ অভিধান।
৭. প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচয়িতা কে ?
➣ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
➣ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
৮. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কী ?
➣ এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
➣ এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
৯. প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বইটি কবে প্রকাশিত হয় ?
➣ ১৭৭৮ সালে।
➣ ১৭৭৮ সালে।
১০. উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন ?
➣ ১৮০১ সালে। (ইংরেজি ভাষায়)।
➣ ১৮০১ সালে। (ইংরেজি ভাষায়)।
১১. রামমোহন রায় কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন ?
➣ ১৮২৬ সালে। (ইংরেজি ভাষায়)।
➣ ১৮২৬ সালে। (ইংরেজি ভাষায়)।
১২. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ বইয়ের নাম কী ?
➣ গৌড়ীয় ব্যাকরণ।
➣ গৌড়ীয় ব্যাকরণ।
১৩. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ বই রচনা করেন কে ?
➣ রামমোহন রায়।
➣ রামমোহন রায়।
১৪. বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ বইটি কবে প্রকাশিত হয় ?
➣ ১৮৩৩ সালে।
➣ ১৮৩৩ সালে।
🔰 টপিক: ব্যাকরণের আলোচ্য বিষয়
১৫. ভাষার ক্ষুদ্রতম উপাদান কী ?
➣ ধ্বনি।
➣ ধ্বনি।
১৬. ব্যাকরণের আলোচ্য বিষয় বিভক্ত কয়টি ?
➣ চারটি।
যথা: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।
➣ চারটি।
যথা: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।
🔰 টপিক: ধ্বনিতত্ত্ব
১৭. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী ?
➣ ধ্বনি।
➣ ধ্বনি।
১৮. ধ্বনিতত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত কোনটি ?
➣ বর্ণমালা।
➣ বর্ণমালা।
১৯. ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য কী কী ?
➣ বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।
➣ বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।
২০. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী ?
➣ ধ্বনি, বর্ণ, বর্ণমালা, বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। সন্ধি, ণ-ত্ব ও ষ-ত্ব বিধানও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
➣ ধ্বনি, বর্ণ, বর্ণমালা, বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। সন্ধি, ণ-ত্ব ও ষ-ত্ব বিধানও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
🔰 টপিক: শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
২১. শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় কোথায় ?
➣ রূপতত্ত্বে।
➣ রূপতত্ত্বে।
২২. রূপততত্ত্বের আলোচনায় স্থান পায় ?
➣ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ।
➣ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ।
২৩. রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় ?
➣ শব্দগঠন প্রক্রিয়া।
➣ শব্দগঠন প্রক্রিয়া।
২৪. রূপতত্ত্বে কী কী নিয়ে আলোচনা করা হয় ?
➣ শব্দ ও তার উপাদান, শব্দগঠন প্রক্রিয়া, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
➣ শব্দ ও তার উপাদান, শব্দগঠন প্রক্রিয়া, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
🔰 টপিক: বাক্যতত্ত্ব
২৫. বাক্যতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয় ?
➣ বাক্য।
➣ বাক্য।
২৬. বাক্যতত্ত্বে কী বর্ণনা করা হয় ?
➣ বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে।
➣ বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে।
২৭. বাক্যতত্ত্বের মূল আলোচ্য ?
➣ বাক্যের নির্মাণ এবং এর গঠন।
➣ বাক্যের নির্মাণ এবং এর গঠন।
২৮. বাক্যতত্ত্বে কী কী আলোচিত হয় ?
➣ বাক্য রূপান্তর, বাচ্য, উক্তি, যতি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ।
➣ বাক্য রূপান্তর, বাচ্য, উক্তি, যতি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ।
🔰 টপিক: অর্থতত্ত্ব
২৯. ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম কী ?
➣ অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
➣ অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
৩০. অর্থতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয় ?
➣ বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।
➣ বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।
৩১. বাগধারা নিয়ে আলোচনা করা হয় ?
➣ অর্থতত্ত্বে।
➣ অর্থতত্ত্বে।
☑ অনুশীলনী প্রশ্ন সমাধান
১.ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ?
উত্তর: খ. ব্যাকরণ। ✓
উত্তর: খ. ব্যাকরণ। ✓
২.বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর: খ. ১৭৪৩ খ্রিস্টাব্দে । ✓
উত্তর: খ. ১৭৪৩ খ্রিস্টাব্দে । ✓
৩. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে ?
উত্তর: ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ✓
উত্তর: ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ✓
৪. ‘গৌড়ীয় ব্যাকরণ’-এর রচয়িতা কে ?
উত্তর: ঘ. রামমোহন রায়। ✓
উত্তর: ঘ. রামমোহন রায়। ✓
৫. ভাষার ক্ষুদ্রতম উপাদান ?
উত্তর: ক. ধ্বনি । ✓
উত্তর: ক. ধ্বনি । ✓
৬. ‘বাগযন্ত্র’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
উত্তর: ক. ধ্বনিতত্ত্ব। ✓
উত্তর: ক. ধ্বনিতত্ত্ব। ✓
৭.শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে ?
উত্তর: গ. অর্থতত্ত্ব। ✓
উত্তর: গ. অর্থতত্ত্ব। ✓
৮.নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় ?
উত্তর: ক. শব্দগঠন। ✓
উত্তর: ক. শব্দগঠন। ✓
৯. বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় ?
উত্তর: ঘ. বাক্যতত্ত্ব। ✓
উত্তর: ঘ. বাক্যতত্ত্ব। ✓
১০.শব্দগঠন নিয়ে আলোচনা করা হয় ?
উত্তর: খ. রূপতত্ত্বে । ✓
উত্তর: খ. রূপতত্ত্বে । ✓
Postmortem by: বিদ্যা বাতায়ন
⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।
0 Comments