📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ৬ : স্বরবর্ণ
📝 পৃষ্ঠা নং: ১৫,১৬,১৭
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ৬ : স্বরবর্ণ
📝 পৃষ্ঠা নং: ১৫,১৬,১৭
🔰 টপিক: স্বরধ্বনি
১. উচ্চারণের সময়ে কী অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয় —
➣ জিভের উচ্চতা অনুযায়ী, জিভের
➣ জিভের উচ্চতা অনুযায়ী, জিভের
২. স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় খেয়াল রাখতে হয়?
➣ ৩টি। জিভের অবস্থান, উচ্চতা এবং ঠোঁটের উন্মুক্তি
➣ ৩টি। জিভের অবস্থান, উচ্চতা এবং ঠোঁটের উন্মুক্তি
৩. উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি কয়ভাগে বিভক্ত?
➣ চার ভাগে।
যথা:
▪️উচ্চ স্বরধ্বনি ⇒ ই, উ
▪️উচ্চ-মধ্য স্বরধ্বনি ⇒ এ, ও
▪️নিম্ন-মধ্য স্বরধ্বনি ⇒ অ্যা, অ
▪️নিম্ন স্বরধ্বনি ⇒ আ
➣ চার ভাগে।
যথা:
▪️উচ্চ স্বরধ্বনি ⇒ ই, উ
▪️উচ্চ-মধ্য স্বরধ্বনি ⇒ এ, ও
▪️নিম্ন-মধ্য স্বরধ্বনি ⇒ অ্যা, অ
▪️নিম্ন স্বরধ্বনি ⇒ আ
৪. উচ্চ স্বরধ্বনি কোনগুলো?
➣ ই, উ।
➣ ই, উ।
৫. উচ্চ-মধ্য স্বরধ্বনি কোনগুলো?
➣ এ, ও।
➣ এ, ও।
৬. নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনগুলো?
➣ অ্যা, অ।
➣ অ্যা, অ।
৭. নিম্ন স্বরধ্বনি কোনগুলো?
➣ আ।
➣ আ।
৮. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে–
➣ উচ্চ স্বরধ্বনি
➣ উচ্চ স্বরধ্বনি
৯. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে–
➣ নিম্ন স্বরধ্বনি
➣ নিম্ন স্বরধ্বনি
১০. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত–
➣ তিন ভাগে বিভক্ত
যথা:
▪️সম্মুখ স্বরধ্বনি ⇒ ই, এ, অ্যা
▪️মধ্য স্বরধ্বনি ⇒ আ
▪️পশ্চাৎ স্বরধ্বনি ⇒ অ, ও, উ
➣ তিন ভাগে বিভক্ত
যথা:
▪️সম্মুখ স্বরধ্বনি ⇒ ই, এ, অ্যা
▪️মধ্য স্বরধ্বনি ⇒ আ
▪️পশ্চাৎ স্বরধ্বনি ⇒ অ, ও, উ
১১. সম্মুখ স্বরধ্বনি কোনগুলো?
➣ ই, এ, অ্যা।
➣ ই, এ, অ্যা।
১২. মধ্য স্বরধ্বনি কোনগুলো?
➣ আ।
➣ আ।
১৩. পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো?
➣ অ, ও, উ।
➣ অ, ও, উ।
১৪. কোন স্বরধ্বনির বেলায় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়?
➣ সম্মুখ স্বরধ্বনি।
➣ সম্মুখ স্বরধ্বনি।
১৫. কোন স্বরধ্বনির বেলায় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়–
➣ পশ্চাৎ স্বরধ্বনি
➣ পশ্চাৎ স্বরধ্বনি
১৬. স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত–
➣ চার ভাগে।
যথা:
▪️সংবৃত ⇒ ই, উ
▪️অর্ধ-সংবৃত ⇒ এ, ও
▪️অর্ধ-বিবৃত ⇒ অ্যা, অ
▪️বিবৃত ⇒ আ
➣ চার ভাগে।
যথা:
▪️সংবৃত ⇒ ই, উ
▪️অর্ধ-সংবৃত ⇒ এ, ও
▪️অর্ধ-বিবৃত ⇒ অ্যা, অ
▪️বিবৃত ⇒ আ
১৭. সংবৃত স্বরধ্বনি কোনগুলো?
➣ ই, উ।
➣ ই, উ।
১৮. অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনগুলো?
➣ এ, ও।
➣ এ, ও।
১৯. অর্ধ-বিবৃত স্বরধ্বনি কোনগুলো?
➣ অ্যা, অ
➣ অ্যা, অ
২০. বিবৃত স্বরধ্বনি কোনগুলো?
➣ আ।
➣ আ।
২১. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে–
➣ সংবৃত স্বরধ্বনি
➣ সংবৃত স্বরধ্বনি
২২. কোন স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে–
➣ বিবৃত স্বরধ্বনি
➣ বিবৃত স্বরধ্বনি
🔰 টপিক: মৌলিক ও অনুনাসিক স্বরধ্বনি
২৩. কোন স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে–
➣ মৌলিক স্বরধ্বনি।
➣ মৌলিক স্বরধ্বনি।
২৪. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়?
➣ অনুনাসিক স্বরধ্বনি।
➣ অনুনাসিক স্বরধ্বনি।
২৫. স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে কোন চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে?
➣ চন্দ্রবিন্দু (ঁ)।
➣ চন্দ্রবিন্দু (ঁ)।
২৬. মৌলিক স্বরধ্বনি কোনগুলো?
➣ ৭টি। যথা: ই, এ, অ্যা, আ, অ, ও, উ।
➣ ৭টি। যথা: ই, এ, অ্যা, আ, অ, ও, উ।
২৭. অনুনাসিক স্বরধ্বনি কোনগুলো?
➣ ৭টি। যথা: ইঁ, এঁ, অ্যাঁ, আঁ, অঁ, ওঁ, উঁ।
➣ ৭টি। যথা: ইঁ, এঁ, অ্যাঁ, আঁ, অঁ, ওঁ, উঁ।
🔰 টপিক: অর্ধস্বরধ্বনি
২৮. কোন স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না?
➣ অর্ধস্বরধ্বনি।
➣ অর্ধস্বরধ্বনি।
২৯. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?
➣ চারটি। যথা: ই, এ, উ, ও।
➣ চারটি। যথা: ই, এ, উ, ও।
৩০. উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়–
➣ পূর্ণ স্বরধ্বনি।
পূর্ণ স্বরধ্বনি ৭টি। মৌলিক স্বরগুলোই পূর্ণ স্বর।
➣ পূর্ণ স্বরধ্বনি।
পূর্ণ স্বরধ্বনি ৭টি। মৌলিক স্বরগুলোই পূর্ণ স্বর।
৩১. কোনোভাবেই টেনে দীর্ঘ করা যায় না—
➣ অর্ধস্বরধ্বনিকে।
➣ অর্ধস্বরধ্বনিকে।
৩২. ‘চাই’ শব্দে কয়টি স্বরধ্বনি আছে–
➣ আ এবং ই। এখানে ‘আ’ হলো পূর্ণ স্বরধ্বনি, ‘ই’ হলো অর্ধস্বরধ্বনি।
➣ আ এবং ই। এখানে ‘আ’ হলো পূর্ণ স্বরধ্বনি, ‘ই’ হলো অর্ধস্বরধ্বনি।
🔰 টপিক: দ্বিস্বরধ্বনি
৩৩. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে কোন স্বরধ্বনি হয়?
➣ দ্বিস্বরধ্বনি।
➣ দ্বিস্বরধ্বনি।
৩৪. বাংলা বর্ণমালায় কয়টি দ্বিস্বরধ্বনি আছে?
➣ দুটি, যথা: ঐ এবং ঔ।
▪️বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি রয়েছে ২৫টি।
▪️দ্বি-স্বরের প্রথম স্বর সবসময় পূর্ণস্বর, আর দ্বিতীয় স্বর অর্ধস্বর।
▪️অ, আ, অ্যা — এই ৩টি স্বর সবসময় পূর্ণস্বর।
▪️ই, এ, উ, ও — এই চারটি প্রথমে থাকলে পূর্ণস্বর, আর পরে থাকলে অর্ধস্বর।
➣ দুটি, যথা: ঐ এবং ঔ।
▪️বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি রয়েছে ২৫টি।
▪️দ্বি-স্বরের প্রথম স্বর সবসময় পূর্ণস্বর, আর দ্বিতীয় স্বর অর্ধস্বর।
▪️অ, আ, অ্যা — এই ৩টি স্বর সবসময় পূর্ণস্বর।
▪️ই, এ, উ, ও — এই চারটি প্রথমে থাকলে পূর্ণস্বর, আর পরে থাকলে অর্ধস্বর।
৩৫. ঐ-এর মধ্যে কয়টি ধ্বনি আছে?
➣ দুটি। (ওই্)
▪️প্রথমটি পূর্ণ স্বরধ্বনি (ও) এবং
▪️অন্যটি অর্ধস্বরধ্বনি (ই্)।
➣ দুটি। (ওই্)
▪️প্রথমটি পূর্ণ স্বরধ্বনি (ও) এবং
▪️অন্যটি অর্ধস্বরধ্বনি (ই্)।
৩৬. ঔ-এর মধ্যে কয়টি ধ্বনি আছে–
➣ দুটি। (ওউ্)
▪️প্রথমটি পূর্ণ স্বরধ্বনি (ও) এবং
▪️অন্যটি অর্ধস্বরধ্বনি (উ্)।
➣ দুটি। (ওউ্)
▪️প্রথমটি পূর্ণ স্বরধ্বনি (ও) এবং
▪️অন্যটি অর্ধস্বরধ্বনি (উ্)।
☑ অনুশীলনী প্রশ্ন সমাধান
১. উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?
উত্তর: ঘ. সবগুলোই সঠিক। ✓
উত্তর: ঘ. সবগুলোই সঠিক। ✓
২. ‘উ’-কার উচ্চারণের সময়ে জিভের অবস্থান?
উত্তর: গ. উচ্চ-পশ্চাৎ। ✓
উত্তর: গ. উচ্চ-পশ্চাৎ। ✓
৩. ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
উত্তর: গ. বিবৃত। ✓
উত্তর: গ. বিবৃত। ✓
৪. জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
উত্তর: খ. তিন। ✓
উত্তর: খ. তিন। ✓
৫. বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
উত্তর: গ. অনুনাসিকতা। ✓
উত্তর: গ. অনুনাসিকতা। ✓
৬. যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে-
উত্তর: খ. অর্ধস্বর। ✓
উত্তর: খ. অর্ধস্বর। ✓
৭. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়?
উত্তর: ঘ. দ্বিস্বরধ্বনি। ✓
উত্তর: ঘ. দ্বিস্বরধ্বনি। ✓
৮. ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
উত্তর: ঘ. আ+উ। ✓
উত্তর: ঘ. আ+উ। ✓
⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।
0 Comments