আমাদের ওয়েবসাইটের বিদ্যমান অনেক Pdf, Book ,Course অনলাইনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহকৃত। কোন লেখক বা প্রতিষ্ঠানের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। কোন লেখক বা প্রতিষ্ঠানের আমাদের ওয়েবসাইটে বিদ্যমান কোন File সম্পর্কে অভিযোগ থাকলে আমাদের জানাবেন । আমরা সাথে সাথে File সরিয়ে ফেলব । আমাদের মেইল: bidyabatayon@gmail.com

বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম) ❖ পরিচ্ছেদ: ০১

বাংলা ব্যাকরণ ও নির্মিত পোস্টমর্টেম
📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ১ : ভাষা ও বাংলা ভাষা
📝 পৃষ্ঠা নং: ০১,০২

🔰 টপিক: ভাষা

১. গলনালি, মুখবিবর, কন্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম কী তৈরি করে?
➣ ধ্বনি।
২. এক বা একাধিক ধ্বনি দিয়ে কী তৈরি হয়?
➣ শব্দ।
৩. শব্দের গুচ্ছ দিয়ে কী গঠিত হয়?
➣ বাক্য।
৪. কী দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে ?
➣ বাক্য।
৫. মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কী বলে ?
➣ ভাষা।
৬. ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি?
➣ মনের ভাব প্রকাশ করা
৭. একইসাথে মুখে বলার এবং কানে শোনার বিষয় কী ?
➣ ভাষা।
৮. মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে ?
➣ লেখার ও ছাপার এবং চোখ দিয়ে পড়ার।√
৯. দৃষ্টি-শক্তিহীনদের জন্য তৈরি ভাষা?
➣ ব্রেইল।
১০. কোন ভাষা উঁচুনিচু করে তৈরি এবং হাত দিয়ে অনুভব করতে হয় ?
➣ ব্রেইল।
১১. বাক্-শক্তিহীনদের বোঝানোর জন্য কী ধরনের ভাষা মানুষ তৈরি করেছে?
➣ ইশারা ভাষা।
১২. ভাষার প্রধান রূপ কী ?
➣ মুখে উচ্চারিত রূপ।
১৩. কী ভেদে ভাষার বৈশিষ্ট্য ও ভাষা আলাদা হয় ?
➣ জনগোষ্ঠী ভেদে।

🔰 টপিক: বাংলা ভাষা

১৫. বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম কী?
➣ বাংলা ভাষা।
১৬. বাংলা ভাষায় কথা বলে কত মানুষ ?
➣ প্রায় ত্রিশ কোটি।
*** নোট:
• বাংলাদেশে = ১৬ কোটি।
• পশ্চিমবঙ্গে = ১০ কোটি।
• ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা = ৩ কোটি।
• পৃথিবীর অন্যান্য দেশে = ১ কোটি।
২১. মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা ?
➣ ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা।
২২. পৃথিবীর ভাষাগুলোকে প্রধানত কয়টি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে?
➣ ৬টি।
যথা:
১. ইন্দো-ইউরোপীয়
২. আফ্রিকীয়
৩. অস্ট্রো-এশীয়
৪. চীনা-তিব্বতীয়
৫. দ্রাবিড়ীয়
৬. সেমীয়-হেমীয়
২৩. নিচের কোনগুলো ভাষা পরিবার ?
➣ ইন্দো-ইউরোপীয়, আফ্রিকীয়, অস্ট্রো-এশীয়, চীনা-তিব্বতীয়, দ্রাবিড়ীয়, সেমীয়-হেমীয়।
২৪. ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের কয়েকটি সদস্য ভাষা ?
  • ইংরেজি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ)
  • ফরাসি (ফ্রান্স)
  • রুশ (রাশিয়া)
  • জার্মান (জার্মানি)
  • পর্তুগিজ (পর্তুগাল, ব্রাজিল)
  • ফারসি (ইরান)
  • হিস্পানি বা স্প্যানিশ (স্পেন, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে)
  • বাংলা (বাংলাদেশ)
  • হিন্দি (ভারত)
  • উর্দু (পাকিস্তান)
  • নেপালি (নেপাল)
  • সিংহলি (শ্রীলঙ্কা)
২৫. বাংলা ভাষার নিকটতম আত্মীয় ?
➣ অহমিয়া ও ওড়িয়া।
২৭. কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ?
➣ সংস্কৃত এবং পালি।
২৮. ধ্রুপদি ভাষা কোনটি ?
➣ সংস্কৃত এবং পালি।
২৯. যেভাবে বাংলা ভাষা বিবর্তিত হয়েছে ?
➣ ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা।
৩০. বাংলা ভাষার জন্ম হয়েছে কবে?
➣ আনুমানিক এক হাজার বছর আগে।
৩০. কোন প্রাকৃত থকে বাংলা ভাষার জন্ম হয়েছে ?
➣ পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে।
৩১. বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন ?
➣ চর্যাপদ।
৩২. বাংলা ভাষার কী ধরনের স্বাতন্ত্র্য রয়েছে ?
➣ কালগত ও স্থানগত।
৩৩. কোন শতকের প্রচলিত ভাষার সাথে বর্তমান কালের ভাষা আলাদা ?
➣ উনিশ শতকের।
৩৪. কী ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ করা যায় ?
➣ ভৌগোলিক এলাকাভেদে।
৩৫. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়?
➣ উপভাষা।‌
৩৬. বাংলা ভাষার নিজস্ব লিপির নাম ?
➣ বাংলা লিপি।
৩৭. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কত?
➣ ৫০টি। স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
৩৮. উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় কবে ?
➣ প্রায় আড়াই হাজার বছর আগে।
৩৯. ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতকে কী নামে পরিচিতি লাভ করে ?
➣ কুটিল লিপি।
৪০. ব্রাহ্মী লিপির কোন শাখা দশম শতকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে?
➣ পূর্ব-ভারতীয় শাখা।
৪১. ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা কোন শতকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে ?
➣ দশম শতকে।
৪২. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?
➣ কুটিল লিপির।
৪৩. বাংলা লিপিতে আর কোন কোন ভাষা লেখা হয় ?
➣ অহমিয়া, বোড়ো ও মণিপুরি।
৪৪. সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে এক সময়ে অন্য লিপির পাশাপাশি কোন লিপি ব্যবহৃত হতো ?
➣ বাংলা লিপি।
৪৫. ভারতের কোন কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ?
➣ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা।

☑ অনুশীলনী প্রশ্ন সমাধান

১. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
উত্তর: ক. চোখ ✓
২. ব্রেইল পদ্ধতি ব্যবহার করে -
উত্তর: খ. দৃষ্টি-শক্তিহীনরা ✓
৩. বাংলা ভাষায় কথা বলে প্রায়-
উত্তর: ঘ. ৩০ কোটি লোক ✓
৪. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
উত্তর: গ. ৬ষ্ঠ ✓
৫. নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয় ?
উত্তর: ঘ. ইন্দো-ইরানীয় ✓
৬. ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত -
উত্তর: ক. সংস্কৃত ও পালি ✓
৭. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম ?
উত্তর: গ. পূর্ব ভারতীয় প্রাকৃত ✓
৮. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়-
উত্তর: খ. চর্যাপদে ✓
৯. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
উত্তর: গ. বাংলা ✓
১০. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ?
উত্তর: গ. ত্রিপুরা ✓
Postmortem by: বিদ্যা বাতায়ন
⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।

Post a Comment

0 Comments

Facebook Telegram YouTube WhatsApp
👆