আমাদের ওয়েবসাইটের বিদ্যমান অনেক Pdf, Book ,Course অনলাইনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহকৃত। কোন লেখক বা প্রতিষ্ঠানের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। কোন লেখক বা প্রতিষ্ঠানের আমাদের ওয়েবসাইটে বিদ্যমান কোন File সম্পর্কে অভিযোগ থাকলে আমাদের জানাবেন । আমরা সাথে সাথে File সরিয়ে ফেলব । আমাদের মেইল: bidyabatayon@gmail.com

তারা শেখায়নি

তারা শেখায়নি”—কারণ তুমি শিখে ফেললে, তাদের খেলা শেষ! তারা = সিস্টেম ব্রেকারস্ = স্কিলড্ = গেম চেঞ্জারস্ = সফলরা = লার্নার্স = ধনীরা ➤ তারা সময় বেচে না, সিস্টেম বানায়। তুমি সময় দিয়ে পেমেন্ট পাও। তারা একবার বানিয়ে ২৪ ঘণ্টা ইনকাম করে—ডিজিটাল প্রোডাক্ট, প্রপার্টি, স্টক, প্যাসিভ ইনকাম। ➤ তারা ঋণ নেয় সম্পদ বানাতে, তুমি নাও খরচ বাড়াতে। একজন লোনে ক্যামেরা কিনে বিজনেস গড়ে, আরেকজন বিয়েতে উড়ায় ৫ লাখ। এক বছর পর কে স্বাধীন? ➤ তারা মালিক খোঁজে, তুমি চাকরি। তারা স্যালারি দিয়ে অ্যাসেট বানায়। তুমি স্যালারি দিয়ে রেস্টুরেন্ট-সেলফি দাও। ➤ তারা এমন নেটওয়ার্ক বানায়—যেখান থেকে সুযোগ বের হয়। তুমি এমন বন্ধুর সঙ্গে থাকো—যারা রাতে অভিযোগ করে, সকালে টিকটকে হারায়। ➤ তারা বাজনা বাজায় না—বোর্ডরুমে চুপচাপ গেম চেঞ্জ করে। তুমি “iPhone 15 Pro Max - বস” পোস্ট দাও। তারা জমির দলিল নেয়—নীরবে। ➤ তারা শেখে, তুমি স্ক্রল করো। তারা কোর্সে, মেন্টরে, বইয়ে ইনভেস্ট করে। তুমি বিনামূল্যে বিভ্রান্তিতে লাইক খোঁজো। ➤ বিক্রি জানো না মানেই—তোমার দাম নাই। Skill, idea, service—যেটা বিক্রি জানে, সেটা টিকে থাকে। বাকিরা ‘সিস্টেম’ খায়। ধনীরা কপালগুণে ধনী হয়নি—তারা এমন এক গেমে নেমেছে, যেখানে ঘাম নয়, জ্ঞান বিক্রি হয়। সময় নয়, সিস্টেম চলাফেরা করে। আর তুমি? বৃষ্টিতে ভিজে অফিস ধরো, রাতে স্ক্রল করে ঘুমাও। কারণ কেউ শেখায়নি—তারা জানে, তুমি শিখে ফেললেই ‘তোমার দাসত্ব’ শেষ হবে। হ্যাঁ, পথ কঠিন—বিশ্বাস করো, আমি জানি। ক্যাশফ্লো নাই, লোন মিলে না, পাশে কেউ দাঁড়ায় না। তবুও—তুমি পারো। তারা নিয়ম জানে—তুমি জানলে, তুমিও খেলোয়াড়। তাই খেলাটা শেখো—আলোর জন্য, নিজের জন্য। #BreakTheSystem #SkillOverSalary #GameChangerMindset #MoneyIsAMindset

Post a Comment

0 Comments

Facebook Telegram YouTube WhatsApp
👆