আমাদের ওয়েবসাইটের বিদ্যমান অনেক Pdf, Book ,Course অনলাইনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহকৃত। কোন লেখক বা প্রতিষ্ঠানের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। কোন লেখক বা প্রতিষ্ঠানের আমাদের ওয়েবসাইটে বিদ্যমান কোন File সম্পর্কে অভিযোগ থাকলে আমাদের জানাবেন । আমরা সাথে সাথে File সরিয়ে ফেলব । আমাদের মেইল: bidyabatayon@gmail.com

বাংলা ব্যাকরণ ও নির্মিত ❖ পরিচ্ছেদ: ০৫

৯ম-১০ম বাংলা ব্যাকরণ - পরিচ্ছেদ: ০৫
📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ৫ : ধ্বনি ও বর্ণ
📝 পৃষ্ঠা নং: ১২,১৩,১৪

🔰 টপিক: ধ্বনি

১. ভাষার ক্ষুদ্রতম একক/উপাদানকে কী বলে?
➣ ধ্বনি।
২. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?
➣ ৩৭টি।
৩. মৌলিক ধ্বনিগুলোকে ভাগ করা হয়?
➣ দুই ভাগে। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
৪. মৌলিক স্বরধ্বনি কয়টি?
➣ ৭টি। যথা: অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
৫. মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?
➣ ৩০টি।
৬. যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না—
➣ স্বরধ্বনি।
৭. যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাকপ্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়—
➣ ব্যঞ্জনধ্বনি (৩০টি)।
ব্যঞ্জনধ্বনি তালিকা:
➣ ক, খ, গ, ঘ, ঙ = ৫টি
➣ চ, ছ, জ, ঝ = ৪টি
➣ ট, ঠ, ড, ঢ = ৪টি
➣ ত, থ, দ, ধ, ন = ৫টি
➣ প, ফ, ব, ভ, ম = ৫টি
➣ র, ল = ২টি
➣ শ, স, হ = ৩টি
➣ ড়, ঢ় = ২টি
ধ্বনি নয় এমন ৯টি বর্ণ:
➣ ঞ, ণ, ষ,
➣ য, য়, ৎ, ং, ঃ, ঁ

🔰 টপিক: বর্ণ

৮. ধ্বনির প্রতীককে কী বলা হয়?
➣ বর্ণ।
৯. ভাষার সবগুলো বর্ণকে একত্রে কী বলা হয়?
➣ বর্ণমালা।
১০. ধ্বনির বিভাজন অনুযায়ী বর্ণমালাকে কয়ভাগে ভাগ করা হয়?
➣ দুই ভাগে। যথা: স্বরবর্ণ (১১টি) এবং ব্যঞ্জনবর্ণ (৩৯টি)।
১১. স্বরবর্ণ কয়টি?
➣ ১১টি।
১২. ব্যঞ্জনবর্ণ কয়টি?
➣ ৩৯টি।
১৩. স্বরধ্বনির প্রতীক কী?
➣ স্বরবর্ণ।
১৪. ব্যঞ্জনধ্বনির প্রতীক কী?
➣ ব্যঞ্জনবর্ণ।
১৫. বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কয়টি?
➣ ৫০টি।
১৬. মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে কী কী?
➣ কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।

🔰 টপিক: কারবর্ণ

১৭. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কারবর্ণ কয়টি?
➣ ১০টি।
১৮. স্বতন্ত্র ব্যবহার নেই কোনটির?
➣ কারবর্ণের।
১৯. কারবর্ণ যুক্ত হয় কোথায় কোথায়?
➣ ব্যঞ্জনবর্ণের আগে, পরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।

যথা:
➤ আগে (ি, ে, ৈ) = ৩টি
➤ পরে (া,ী) = ২টি
➤ নিচে (ু, ূ, ৃ) = ৩টি
➤ উভয় দিকে (ো, ৌ) = ২টি
২০. কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসচিহ্ন (্) না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে কী আছে বলে ধরে নেওয়া হয়?
➣ অ।

🔰 টপিক: অনুবর্ণ

২১. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী?
➣ অনুবর্ণ।
২২. অনুবর্ণ কয় ধরনের?
➣ ৩ ধরনের। যথা: ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।
২৩. ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে সেগুলো হলো—
➣ ফলা।
২৪. ফলা কয়টি?
➣ ৬টি। যেমন: ন, ব, ম, য, র, ল। (নবম যরল)
২৫. র-এর অনুবর্ণ কোনটি?
➣ রেফ (‘)।
২৬. যুক্তবর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে কী বলে?
➣ বর্ণসংক্ষেপ। যেমন: ঙ্খ, দ্ম, ন্ম, ম্ম, ষ্ম, স্ম ইত্যাদি।
২৭. ‘ৎ’ বর্ণটি কোন বর্ণের বর্ণসংক্ষেপ?
➣ ত।
২৮. কোন বর্ণসংক্ষেপটি বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত?
➣ খণ্ড-ত (ৎ)।

🔰 টপিক: যুক্তবর্ণ

২৯. একাধিক বর্ণ যুক্ত হয়ে তৈরি হয় কী?
➣ যুক্তবর্ণ।
৩০. যুক্তবর্ণ কয় রকম?
➣ দুই রকম। যথা: স্বচ্ছ ও অস্বচ্ছ।

🔰 টপিক: ষষ্ঠ ধাপ

৩১. বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য সংখ্যাবর্ণ রয়েছে কয়টি?
➣ দশটি।

যথা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯

☑ অনুশীলনী প্রশ্ন সমাধান

১. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: খ. ৭টি। ✓
২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
উত্তর: ক. স্বরধ্বনি। ✓
৩. ধ্বনির প্রতীককে বলা হয়?
উত্তর: গ. বর্ণ। ✓
৪. ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
উত্তর: ক. [অ] ✓
৫. ষ্ণ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?
উত্তর: গ. ষ ও ণ। ✓
৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
উত্তর: ক. কারবর্ণ। ✓
৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম?
উত্তর: খ. অনুবর্ণ। ✓
৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?
উত্তর: ক. স্বচ্ছ ও অস্বচ্ছ। ✓
৯. বাংলা কারবর্ণের সংখ্যা-
উত্তর: খ. ১০টি। ✓
১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?
উত্তর: গ. ১০টি। ✓
⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।

Post a Comment

0 Comments

Facebook Telegram YouTube WhatsApp
👆