📢 বিদ্যা বাতায়নের নিয়মিত আয়োজন স্বাগতম।আমাদের আজকের আয়োজনের টপিক উপমহাদেশের বিভিন্ন ব্রিটিশ শাসকদের গুরুত্ত্বপূর্ণ সংস্কারসমূহ।বিসিএস,প্রাইমারি,নিবন্ধন,ব্যাংক,নিম্ন গ্রেডের প্রায় সকল চাকরির পরীক্ষায় এই টপিকটি 98% গুরুত্বপুর্ণ।
উপমহাদেশের বিভিন্ন ব্রিটিশ শাসক
📃 রবার্ট ক্লাইভ:
- বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর।
- ১৭৬৫ সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।
- ভারতীয় উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনা করেন।
- তার নেতৃত্বে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে বাংলা প্রদেশের "দেওয়ানীর ক্ষমতা" লাভ করেন।
- বাংলায় রাজস্ব আদায়ের জন্য "আমিলদার" নামক কর্মচারী নিয়োগ করেন।
📃 জন কার্টিয়ার:
- বাংলায় "আমিলদারি প্রথার" অবসান ঘটান।
- রাজস্ব আদায়ের জন্য "রাজস্ব নিয়ামক পরিষদ" গঠন করেন।
- ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন।
📃 ওয়ারেন হেস্টিংস:
- বাংলার "শেষ গর্ভনর" ও "প্রথম গর্ভনর জেনারেল" ছিলেন।
- দ্বৈত শাসন ব্যবস্থার" অবসান ঘটান (১৭৭২)।
- উপমহাদেশে ১ম রাজস্ব বোর্ড গঠন করেন।
- বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন।
- পাঁচশালা বন্দোবস্ত" (১৭৭২ - ৭৭) ও "একশালা বন্দোবস্ত" (১৭৭৭) প্রবর্তন করেন।
- নায়েব - দেওয়ান পদের বিলুপ্তি ঘটান।
- কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
- ওয়ারেন হেস্টিংস আইন-ই-আকবরী গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করেন।
📃লর্ড কর্নওয়ালিস:
- দশশালা বন্দোবস্ত" প্রবর্তন করেন।
- "চিরস্থায়ী বন্দোবস্ত" ও "সূর্যাস্ত আইন" (১৭৯৩) প্রবর্তন করেন।
- চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন।
- "ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা" ব্যবস্থার প্রবর্তন করেন।
- ভারতে "পুলিশি ব্যবস্থার" প্রবর্তন করেন।
📃 লর্ড ওয়েলেসলি:
- অধীনতা মূলক মিত্রতা নীতি (১৭৯৯) প্রবর্তন করেন।
- ফোর্ট উইলিয়াম কলেজ (১৮০০) প্রতিষ্ঠা করেন।
📃 ডেভিড হেস্টিংস:
- কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন।
📃 লর্ড উইলিয়াম বেনটিং:
- বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল।
- ১৮২৯ সালে ৪ ডিসেম্বর সতীদাহ প্রথা রহিত করেন । সতীদাহ প্রথা রহিত করতে উদ্যেগ নেন রাজা রামমোহন রায় ।
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে সর্বপ্রথম ম্যাকলে শিক্ষা নীতি প্রণয়ন করেন।
- সরকারি অফিস আদালতে ফারসি ভাষার বদলে ইংরেজি ভাষা চালু করেন।
- কলকাতায় রামমোহন রায় "ব্রাহ্ম সমাজের" প্রতিষ্ঠা করেন।
- কলকাতা মেডিক্যাল কলেজ" প্রতিষ্ঠা করেন।
📃 লর্ড ডালহৌসি :
- তার আমলেই ভারতে প্রথম রেল যোগাযোগের সূচনা ঘটে (১৮৫৩)।
- ১৮৫৬ সালে "বিধবা বিবাহ আইন" প্রচলন করেন।
- হিন্দু বিধবা বিবাহ আইন পাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অনস্বীকার্য।
- টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করেন।
- বাংলাদেশে প্রথম রেলপথ স্থাপন করেন ১৯৬২ সালে (দর্শনা-কুষ্টিয়া)।
- বিশ্বের প্রথম রেলপথ স্থাপিত হয় লন্ডনে ১৮২৫ সালে।
📃 লর্ড ক্যানিং:
- উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ক্যানিং।
- উপমহাদেশের প্রথম ভাইসরয় ছিলেন।
- উপমহাদেশে ১ম কাগজের মুদ্রার প্রচলন করেন।
- ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের সময় উপমহাদেশে ব্রিটিশ শাসক ছিলেন।
- ১৮৬১ সালে লর্ড ক্যানিং উপমহাদেশে পুলিশ সার্ভিস ও ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন।
📃 লর্ড মেয়ো:
- ১৮৭০ সালে তিনি বাংলার আইন সভায় "চৌকিদারী আইন" প্রণয়ন করেন।
- ১৮৭২ সালে লর্ড মেয়োর শাসনামলে ভারতবর্ষে ১ম আদমশুমারি হয়।
- একমাত্র ভাইসরয় যিনি খুন হন।
📃 লর্ড লিটন:
- ১৮৭৮ সালে "The Arms act" প্রবর্তন করে লাইসেন্সবিহীন অস্র নিষিদ্ধ করেন ।
- ১৮৭৮ সালে "Vernacular press act" পাস করে দেশীয় ভাষায় প্রচারিত সংবাদ পত্রের স্বাধীনতা হরণ করেন ।
- মহারানী ভিক্টোরিয়াকে "ভারত সম্রাজ্ঞী" হিসাবে ঘোষনা করেন (১৮৭৬)।
📃 লর্ড রিপন :
- দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোকে পূর্ণ স্বাধীনতা দেন ।
- ১৮৮২ সালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য Hunter Commission গঠন করেন।
- ভারতে ১ম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন।
- "ইলবার্ট বিল" প্রণয়ন করে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা দেন । কিন্ত ইউরোপীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
- ১৮৮১ সালে শ্রমিক কল্যাণের জন্য "ফ্যাক্টরি আইন" পাস করে বিশেষ খ্যাতি অর্জন করেন।
- Judge me by my acts and not by my words - লর্ড রিপন।
📃 স্যার জন লরেন্স:
- স্যার জন লরেন্স ১৮৬৪ সালের ১লা আগস্ট ঢাকা পৌরসভা গঠন করেন।
📃 লর্ড কার্জন :
- ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় লর্ড কার্জন এর সময়কালকে ।
- তার সময় বঙ্গভঙ্গ ঘোষিত হয় ।বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন ।
- বাংলা প্রদেশকে দুইভাগে ভাগ করেন ।
- পূর্ব বাংলার ও আসামের ১ম লেফটেন্যান্ট গভর্নর - ব্যামফিল্ড ফুলার।
- ১৯০৪ সালে তিনি কার্জন হল প্রতিষ্ঠা করেন।
- ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করে লর্ড কার্জন।
- ভারতের বৃহত্তম লাইব্রেরি ইম্পেরিয়াল লাইব্রেরি (কলকাতা )প্রতিষ্ঠা করেন।
📃 লর্ড হার্ডিঞ্জ:
- বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ।
- ১৯১১ সালে ১২ ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ দিল্লিতে আগমন উপলক্ষে বঙ্গভঙ্গ রদ করা হয়।
- তিনি ১৯১১ সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন।
- ১৯১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন (১৩) গঠন করেন।
- ১৯১২ সালে সারদা পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করেন লর্ড হার্ডিঞ্জ।
- ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ (রেলসেতু) নির্মাণ করেন।
📃 লর্ড রিডিং:
- লর্ড রিডিং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ১৯২১ সালে।
📃 লর্ড আরউইন:
- সাইমন কমিশন প্রতিষ্ঠা করেন ১৯২৭ সালে।
- তিনি প্রথম গোল টেবিল বৈঠক আয়োজন করেন ১৯৩০ সালে।
📃 উইলিংডন:
- ভারত শাসন আইন (১৯৩৫) প্রণয়ণ করেন।
📃 লর্ড লিনলিথগো:
- প্রথম প্রাদেশিক নির্বাচন প্রদান করেন ১৯৩৭ সালে ।
- উপমহাদেশে ক্রিপস মিশন (১৯৪২) প্রেরণ করে।
📃 লর্ড ওয়াভেল:
- তেতাল্লিশের দুর্ভিক্ষ(১৯৪৩)/পঞ্চাশের মন্বন্তর(১৩৫০) এর সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- ১৯৪০ সালের ঘূর্ণিঝড় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ১৯৪২ সালে বার্মা (মায়ানমার) দখল করলে চাল আমদানির পথ বন্ধ হয়ে যায়।
- *** সমসাময়ীক গ্রন্থ: মধুশ্রী মুখোপাধ্যায়ের Churchill's Secret War, বিভূতিভূণের উপন্যাসঃ "অসনি সংকেত'। চলচিত্রঃ সত্যজিৎ রায়ের 'অসনি সংকেত' (১৯৭৩), মৃণাল সেনের 'আকালের সন্ধানে' (১৯৭০)। চিত্রকর্মঃ জয়নুল আবেদীনের 'ম্যাডোনা-৪৩'।
📃 লর্ড মাউন্টব্যাটেন:
- ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়।
- ভারত উপমহাদেশ স্বাধীন হয় এর সময়ে।
- ১৯৪৭ সালের ১৮ জুলাই "ভারত স্বাধীনতা আইন" পাস হয়।
- র্যাডক্লিফ কমিশনের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারিত করেন।
- অবিভক্ত বাংলার শেষ গভর্নর - স্যার ফ্রেডরিক জন ব্যারোজ।
0 Comments