আমাদের ওয়েবসাইটের বিদ্যমান অনেক Pdf, Book ,Course অনলাইনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহকৃত। কোন লেখক বা প্রতিষ্ঠানের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। কোন লেখক বা প্রতিষ্ঠানের আমাদের ওয়েবসাইটে বিদ্যমান কোন File সম্পর্কে অভিযোগ থাকলে আমাদের জানাবেন । আমরা সাথে সাথে File সরিয়ে ফেলব । আমাদের মেইল: bidyabatayon@gmail.com

বাংলা ব্যাকরণ ও নির্মিত ❖ পরিচ্ছেদ: ০৪

৯ম-১০ম বাংলা ব্যাকরণ
📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ৪ : বাগযন্ত্র
📝 পৃষ্ঠা নং: ০৯, ১০, ১১

🔰 টপিক: বাগযন্ত্র

১. ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে কী বলে?
➣ বাগযন্ত্র।
২. বাগযন্ত্রগুলো মানবদেহের কোন ভাগে/অংশে অবস্থিত?
➣ উপরিভাগে।
৩. বাগযন্ত্রগুলোর অবস্থান মানবদেহের কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত?
➣ ফুসফুস শুরু করে ঠোঁট পর্যন্ত।
৪. বাগযন্ত্রগুলো কী কী?
➣ ফুসফুস, শ্বাসনালি, স্বরযন্ত্র, জিভ, আলজিভ, তালু, মূর্ধা, দন্ত, দন্তমূল, ওষ্ঠ এবং নাসিকা।

🔰 টপিক: ফুসফুস

৫. ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি?
➣ ফুসফুস।
৬. মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে কী উৎপন্ন হয়?
➣ ধ্বনি।
৭. শ্বাস গ্রহণ ও ত্যাগ করে কোন বাগযন্ত্র?
➣ ফুসফুস।

🔰 টপিক: শ্বাসনালি

৮. ফুসফুস থেকে বাতাস কোন মাধ্যম হয়ে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে?
➣ শ্বাসনালি।

🔰 টপিক: স্বরযন্ত্র

৯. শ্বাসনালির উপরের অংশে কোন বাগযন্ত্রের অবস্থান?
➣ স্বরযন্ত্রের।
১০. মেরুদণ্ডের কোন কোন অস্থির পাশে স্বরযন্ত্র অবস্থিত?
➣ ৪, ৫, ৬ নম্বর।
১১. স্বরযন্ত্র দেখতে কেমন?
➣ নলের মতো।
১২. বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে কীসের সৃষ্টি হয়?
➣ ধ্বনির।
১৩. স্বরযন্ত্রের ভিতরে কোন কোন বাগযন্ত্র অবস্থিত?
➣ অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার।

🔰 টপিক: জিভ

১৪. মুখগহ্বরের নিচের অংশে কোন বাগযন্ত্রের অবস্থান ?
➣ জিভ।
১৫. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি ?
➣ জিভ।

🔰 টপিক: আলজিভ

১৬. মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম কী?
➣ আলজিভ।
১৭. নাসিক্যধ্বনি উচ্চারণের সময়ে কোন কোন বাগযন্ত্র নিচে নেমে আসে?
➣ কোমল তালু ও আলজিভ।
১৮. কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এসে কোন ধ্বনি উচ্চারিত হয়?
➣ নাসিক্যধ্বনি।

🔰 টপিক: তালু

১৯. মুখবিবরের ছাদকে কী বলা হয়?
➣ তালু।
২০. তালুর কয়টি অংশ?
➣ দুটি। যথা: কোমল তালু ও শক্ত তালু।
২১. কোন ধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নামে?
➣ অনুনাসিক স্বরধ্বনি।
২২. অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোনটি নিচে নেমে আসে?
➣ কোমল তালু।
২৩. কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়?
➣ কণ্ঠ্যধ্বনি।
২৪. দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে কী বলা হয়?
➣ শক্ততালু।

🔰 টপিক: মূর্ধা

২৫. শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কী বলে?
➣ মূর্ধা।

🔰 টপিক: ওষ্ঠ

২৭. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী?
➣ ওষ্ঠ বা ঠোঁট।
২৮. ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়?
➣ দুই ভাগে। যথা: সংবৃত ও বিবৃত।
২৯. ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
➣ ওষ্ঠ।

🔰 টপিক: নাসিকা

৩০. মুখগহ্বরের পাশাপাশি কোনটি দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়?
➣ নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে।

☑ অনুশীলনী প্রশ্ন সমাধান

১. কোনটি বাগযন্ত্র?
উত্তর: খ. ফুসফুস। ✓
২. ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়?
উত্তর: ঘ. ক ও খ উভয়ই। ✓
৩. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম?
উত্তর: ঘ. ওষ্ঠ। ✓
৪. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?
উত্তর: ঘ. জিভ। ✓
৫. মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান?
উত্তর: গ. উপরে। ✓
৬. নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে?
উত্তর: ক. আলজিভ নিচে নেমে এলে। ✓
⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।

Post a Comment

0 Comments

Facebook Telegram YouTube WhatsApp
👆