📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ৪ : বাগযন্ত্র
📝 পৃষ্ঠা নং: ০৯, ১০, ১১
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ৪ : বাগযন্ত্র
📝 পৃষ্ঠা নং: ০৯, ১০, ১১
🔰 টপিক: বাগযন্ত্র
১. ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে কী বলে?
➣ বাগযন্ত্র।
➣ বাগযন্ত্র।
২. বাগযন্ত্রগুলো মানবদেহের কোন ভাগে/অংশে অবস্থিত?
➣ উপরিভাগে।
➣ উপরিভাগে।
৩. বাগযন্ত্রগুলোর অবস্থান মানবদেহের কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত?
➣ ফুসফুস শুরু করে ঠোঁট পর্যন্ত।
➣ ফুসফুস শুরু করে ঠোঁট পর্যন্ত।
৪. বাগযন্ত্রগুলো কী কী?
➣ ফুসফুস, শ্বাসনালি, স্বরযন্ত্র, জিভ, আলজিভ, তালু, মূর্ধা, দন্ত, দন্তমূল, ওষ্ঠ এবং নাসিকা।
➣ ফুসফুস, শ্বাসনালি, স্বরযন্ত্র, জিভ, আলজিভ, তালু, মূর্ধা, দন্ত, দন্তমূল, ওষ্ঠ এবং নাসিকা।
🔰 টপিক: ফুসফুস
৫. ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি?
➣ ফুসফুস।
➣ ফুসফুস।
৬. মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে কী উৎপন্ন হয়?
➣ ধ্বনি।
➣ ধ্বনি।
৭. শ্বাস গ্রহণ ও ত্যাগ করে কোন বাগযন্ত্র?
➣ ফুসফুস।
➣ ফুসফুস।
🔰 টপিক: শ্বাসনালি
৮. ফুসফুস থেকে বাতাস কোন মাধ্যম হয়ে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে?
➣ শ্বাসনালি।
➣ শ্বাসনালি।
🔰 টপিক: স্বরযন্ত্র
৯. শ্বাসনালির উপরের অংশে কোন বাগযন্ত্রের অবস্থান?
➣ স্বরযন্ত্রের।
➣ স্বরযন্ত্রের।
১০. মেরুদণ্ডের কোন কোন অস্থির পাশে স্বরযন্ত্র অবস্থিত?
➣ ৪, ৫, ৬ নম্বর।
➣ ৪, ৫, ৬ নম্বর।
১১. স্বরযন্ত্র দেখতে কেমন?
➣ নলের মতো।
➣ নলের মতো।
১২. বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে কীসের সৃষ্টি হয়?
➣ ধ্বনির।
➣ ধ্বনির।
১৩. স্বরযন্ত্রের ভিতরে কোন কোন বাগযন্ত্র অবস্থিত?
➣ অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার।
➣ অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার।
🔰 টপিক: জিভ
১৪. মুখগহ্বরের নিচের অংশে কোন বাগযন্ত্রের অবস্থান ?
➣ জিভ।
➣ জিভ।
১৫. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি ?
➣ জিভ।
➣ জিভ।
🔰 টপিক: আলজিভ
১৬. মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম কী?
➣ আলজিভ।
➣ আলজিভ।
১৭. নাসিক্যধ্বনি উচ্চারণের সময়ে কোন কোন বাগযন্ত্র নিচে নেমে আসে?
➣ কোমল তালু ও আলজিভ।
➣ কোমল তালু ও আলজিভ।
১৮. কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এসে কোন ধ্বনি উচ্চারিত হয়?
➣ নাসিক্যধ্বনি।
➣ নাসিক্যধ্বনি।
🔰 টপিক: তালু
১৯. মুখবিবরের ছাদকে কী বলা হয়?
➣ তালু।
➣ তালু।
২০. তালুর কয়টি অংশ?
➣ দুটি। যথা: কোমল তালু ও শক্ত তালু।
➣ দুটি। যথা: কোমল তালু ও শক্ত তালু।
২১. কোন ধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নামে?
➣ অনুনাসিক স্বরধ্বনি।
➣ অনুনাসিক স্বরধ্বনি।
২২. অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোনটি নিচে নেমে আসে?
➣ কোমল তালু।
➣ কোমল তালু।
২৩. কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়?
➣ কণ্ঠ্যধ্বনি।
➣ কণ্ঠ্যধ্বনি।
২৪. দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে কী বলা হয়?
➣ শক্ততালু।
➣ শক্ততালু।
🔰 টপিক: মূর্ধা
২৫. শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কী বলে?
➣ মূর্ধা।
➣ মূর্ধা।
🔰 টপিক: ওষ্ঠ
২৭. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী?
➣ ওষ্ঠ বা ঠোঁট।
➣ ওষ্ঠ বা ঠোঁট।
২৮. ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়?
➣ দুই ভাগে। যথা: সংবৃত ও বিবৃত।
➣ দুই ভাগে। যথা: সংবৃত ও বিবৃত।
২৯. ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
➣ ওষ্ঠ।
➣ ওষ্ঠ।
🔰 টপিক: নাসিকা
৩০. মুখগহ্বরের পাশাপাশি কোনটি দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়?
➣ নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে।
➣ নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে।
☑ অনুশীলনী প্রশ্ন সমাধান
১. কোনটি বাগযন্ত্র?
উত্তর: খ. ফুসফুস। ✓
উত্তর: খ. ফুসফুস। ✓
২. ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়?
উত্তর: ঘ. ক ও খ উভয়ই। ✓
উত্তর: ঘ. ক ও খ উভয়ই। ✓
৩. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম?
উত্তর: ঘ. ওষ্ঠ। ✓
উত্তর: ঘ. ওষ্ঠ। ✓
৪. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?
উত্তর: ঘ. জিভ। ✓
উত্তর: ঘ. জিভ। ✓
৫. মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান?
উত্তর: গ. উপরে। ✓
উত্তর: গ. উপরে। ✓
৬. নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে?
উত্তর: ক. আলজিভ নিচে নেমে এলে। ✓
উত্তর: ক. আলজিভ নিচে নেমে এলে। ✓
⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।
0 Comments