📕 বাংলা ব্যাকরণ ও নির্মিত (৯ম-১০ম)
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ৫ : ধ্বনি ও বর্ণ
📝 পৃষ্ঠা নং: ১২,১৩,১৪
✍️ পরিমার্জিত সংস্করণ:
• অক্টোবর ২০২৪ (২০২৫ শিক্ষাবর্ষের জন্য)
✅ পরিচ্ছেদ ৫ : ধ্বনি ও বর্ণ
📝 পৃষ্ঠা নং: ১২,১৩,১৪
🔰 টপিক: ধ্বনি
১. ভাষার ক্ষুদ্রতম একক/উপাদানকে কী বলে?
➣ ধ্বনি।
➣ ধ্বনি।
২. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?
➣ ৩৭টি।
➣ ৩৭টি।
৩. মৌলিক ধ্বনিগুলোকে ভাগ করা হয়?
➣ দুই ভাগে। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
➣ দুই ভাগে। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
৪. মৌলিক স্বরধ্বনি কয়টি?
➣ ৭টি। যথা: অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
➣ ৭টি। যথা: অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
৫. মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?
➣ ৩০টি।
➣ ৩০টি।
৬. যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না—
➣ স্বরধ্বনি।
➣ স্বরধ্বনি।
৭. যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাকপ্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়—
➣ ব্যঞ্জনধ্বনি (৩০টি)।
➣ ব্যঞ্জনধ্বনি (৩০টি)।
ব্যঞ্জনধ্বনি তালিকা:
➣ ক, খ, গ, ঘ, ঙ = ৫টি
➣ চ, ছ, জ, ঝ = ৪টি
➣ ট, ঠ, ড, ঢ = ৪টি
➣ ত, থ, দ, ধ, ন = ৫টি
➣ প, ফ, ব, ভ, ম = ৫টি
➣ র, ল = ২টি
➣ শ, স, হ = ৩টি
➣ ড়, ঢ় = ২টি
➣ ক, খ, গ, ঘ, ঙ = ৫টি
➣ চ, ছ, জ, ঝ = ৪টি
➣ ট, ঠ, ড, ঢ = ৪টি
➣ ত, থ, দ, ধ, ন = ৫টি
➣ প, ফ, ব, ভ, ম = ৫টি
➣ র, ল = ২টি
➣ শ, স, হ = ৩টি
➣ ড়, ঢ় = ২টি
ধ্বনি নয় এমন ৯টি বর্ণ:
➣ ঞ, ণ, ষ,
➣ য, য়, ৎ, ং, ঃ, ঁ
➣ ঞ, ণ, ষ,
➣ য, য়, ৎ, ং, ঃ, ঁ
🔰 টপিক: বর্ণ
৮. ধ্বনির প্রতীককে কী বলা হয়?
➣ বর্ণ।
➣ বর্ণ।
৯. ভাষার সবগুলো বর্ণকে একত্রে কী বলা হয়?
➣ বর্ণমালা।
➣ বর্ণমালা।
১০. ধ্বনির বিভাজন অনুযায়ী বর্ণমালাকে কয়ভাগে ভাগ করা হয়?
➣ দুই ভাগে। যথা: স্বরবর্ণ (১১টি) এবং ব্যঞ্জনবর্ণ (৩৯টি)।
➣ দুই ভাগে। যথা: স্বরবর্ণ (১১টি) এবং ব্যঞ্জনবর্ণ (৩৯টি)।
১১. স্বরবর্ণ কয়টি?
➣ ১১টি।
➣ ১১টি।
১২. ব্যঞ্জনবর্ণ কয়টি?
➣ ৩৯টি।
➣ ৩৯টি।
১৩. স্বরধ্বনির প্রতীক কী?
➣ স্বরবর্ণ।
➣ স্বরবর্ণ।
১৪. ব্যঞ্জনধ্বনির প্রতীক কী?
➣ ব্যঞ্জনবর্ণ।
➣ ব্যঞ্জনবর্ণ।
১৫. বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কয়টি?
➣ ৫০টি।
➣ ৫০টি।
১৬. মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে কী কী?
➣ কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।
➣ কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।
🔰 টপিক: কারবর্ণ
১৭. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কারবর্ণ কয়টি?
➣ ১০টি।
➣ ১০টি।
১৮. স্বতন্ত্র ব্যবহার নেই কোনটির?
➣ কারবর্ণের।
➣ কারবর্ণের।
১৯. কারবর্ণ যুক্ত হয় কোথায় কোথায়?
➣ ব্যঞ্জনবর্ণের আগে, পরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।
যথা:
➤ আগে (ি, ে, ৈ) = ৩টি
➤ পরে (া,ী) = ২টি
➤ নিচে (ু, ূ, ৃ) = ৩টি
➤ উভয় দিকে (ো, ৌ) = ২টি
➣ ব্যঞ্জনবর্ণের আগে, পরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।
যথা:
➤ আগে (ি, ে, ৈ) = ৩টি
➤ পরে (া,ী) = ২টি
➤ নিচে (ু, ূ, ৃ) = ৩টি
➤ উভয় দিকে (ো, ৌ) = ২টি
২০. কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসচিহ্ন (্) না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে কী আছে বলে ধরে নেওয়া হয়?
➣ অ।
➣ অ।
🔰 টপিক: অনুবর্ণ
২১. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী?
➣ অনুবর্ণ।
➣ অনুবর্ণ।
২২. অনুবর্ণ কয় ধরনের?
➣ ৩ ধরনের। যথা: ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।
➣ ৩ ধরনের। যথা: ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।
২৩. ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে সেগুলো হলো—
➣ ফলা।
➣ ফলা।
২৪. ফলা কয়টি?
➣ ৬টি। যেমন: ন, ব, ম, য, র, ল। (নবম যরল)
➣ ৬টি। যেমন: ন, ব, ম, য, র, ল। (নবম যরল)
২৫. র-এর অনুবর্ণ কোনটি?
➣ রেফ (‘)।
➣ রেফ (‘)।
২৬. যুক্তবর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে কী বলে?
➣ বর্ণসংক্ষেপ। যেমন: ঙ্খ, দ্ম, ন্ম, ম্ম, ষ্ম, স্ম ইত্যাদি।
➣ বর্ণসংক্ষেপ। যেমন: ঙ্খ, দ্ম, ন্ম, ম্ম, ষ্ম, স্ম ইত্যাদি।
২৭. ‘ৎ’ বর্ণটি কোন বর্ণের বর্ণসংক্ষেপ?
➣ ত।
➣ ত।
২৮. কোন বর্ণসংক্ষেপটি বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত?
➣ খণ্ড-ত (ৎ)।
➣ খণ্ড-ত (ৎ)।
🔰 টপিক: যুক্তবর্ণ
২৯. একাধিক বর্ণ যুক্ত হয়ে তৈরি হয় কী?
➣ যুক্তবর্ণ।
➣ যুক্তবর্ণ।
৩০. যুক্তবর্ণ কয় রকম?
➣ দুই রকম। যথা: স্বচ্ছ ও অস্বচ্ছ।
➣ দুই রকম। যথা: স্বচ্ছ ও অস্বচ্ছ।
🔰 টপিক: ষষ্ঠ ধাপ
৩১. বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য সংখ্যাবর্ণ রয়েছে কয়টি?
➣ দশটি।
যথা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯
➣ দশটি।
যথা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯
☑ অনুশীলনী প্রশ্ন সমাধান
১. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: খ. ৭টি। ✓
উত্তর: খ. ৭টি। ✓
২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
উত্তর: ক. স্বরধ্বনি। ✓
উত্তর: ক. স্বরধ্বনি। ✓
৩. ধ্বনির প্রতীককে বলা হয়?
উত্তর: গ. বর্ণ। ✓
উত্তর: গ. বর্ণ। ✓
৪. ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
উত্তর: ক. [অ] ✓
উত্তর: ক. [অ] ✓
৫. ষ্ণ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?
উত্তর: গ. ষ ও ণ। ✓
উত্তর: গ. ষ ও ণ। ✓
৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
উত্তর: ক. কারবর্ণ। ✓
উত্তর: ক. কারবর্ণ। ✓
৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম?
উত্তর: খ. অনুবর্ণ। ✓
উত্তর: খ. অনুবর্ণ। ✓
৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?
উত্তর: ক. স্বচ্ছ ও অস্বচ্ছ। ✓
উত্তর: ক. স্বচ্ছ ও অস্বচ্ছ। ✓
৯. বাংলা কারবর্ণের সংখ্যা-
উত্তর: খ. ১০টি। ✓
উত্তর: খ. ১০টি। ✓
১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?
উত্তর: গ. ১০টি। ✓
উত্তর: গ. ১০টি। ✓
⚠️ কপিরাইট: এই নোটটি বিদ্যা বাতায়ন টিমের তৈরিকৃত। শেখার স্বার্থে বা শেখানোর জন্য আমাদের প্ল্যাটফর্মের লিংক শেয়ার করুন। কপি করে নিজের নামে চালানো অনুচিত। অন্তত প্রস্তুতকারকের ক্রেডিট দিন।
📌 সতর্কতা: আমাদের এই নোটের তথ্যে কোন প্রকার ভুল থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই । আমরা নোট আপডেট করে দেবো ।
0 Comments