আমাদের ওয়েবসাইটের বিদ্যমান অনেক Pdf, Book ,Course অনলাইনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহকৃত। কোন লেখক বা প্রতিষ্ঠানের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। কোন লেখক বা প্রতিষ্ঠানের আমাদের ওয়েবসাইটে বিদ্যমান কোন File সম্পর্কে অভিযোগ থাকলে আমাদের জানাবেন । আমরা সাথে সাথে File সরিয়ে ফেলব । আমাদের মেইল: bidyabatayon@gmail.com

জুলাই মাসের গুরুত্তপূর্ণ সাম্প্রতিক তথ্যসমূহ একনজরে ।

জুলাই ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স
📌 কারেন্ট অ্যাফেয়ার্স - (জুলাই, ২০২৫)
একনজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
❖ বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়- ৫৬টি।
❖ দেশের ৫৬তম সরকারি বিশ্ববিদ্যালয়- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
❖ বর্তমানে দেশে নদী বন্দর- ৫৪টি।
❖ দেশের ৫৪তম নদী বন্দর- হাতিয়া উপকূলীয় নদী বন্দর, নোয়াখালী।
❖ ২০ জুন,২০২৫ পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যতটি ধানের জাত উদ্ভাবন করেছে- ১২১টি।
❖ ২ জুন ২০২৫ ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় যে প্রতিষ্ঠান- সমাধান সার্ভিসেস লিমিটেড।
❖ দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয়- ১৫ জুন ২০২৫।
❖ ২৮ মে ২০২৫ বাংলাদেশ প্রথমবারের মতো যে দেশে আম রপ্তানি শুরু করে- চীন।
❖ দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে- চট্টগ্রামে।
❖ জিডিপির সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী মাথাপিছু জিডিপি- ২৬৭১ মার্কিন ডলার।
❖ জিডিপির সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী মাথাপিছু আয়- ২৮২০ মার্কিন ডলার।
❖ জিডিপির সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হার- ৩.৯৭%।
❖ জিডিপির সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী কৃষি খাতে অবদানের হার- ১০.৯৪%।
❖ জিডিপির সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী শিল্প খাতে অবদানের হার- ৩৭.৮৮%।
❖ জিডিপির সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী সেবা খাতে অবদানের হার- ৫১.৬২%।
❖ জিডিপিপির সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী কৃষি খাতে প্রবৃদ্ধির হার- ১.৭৯%।
❖ জিডিপিপির সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হার- ৪.৩৪%।
❖ জিডিপিপির সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী সেবা খাতে প্রবৃদ্ধির হার- ৫.৫১%।
❖ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রহ ২০২৪ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ জেলা- ময়মনসিংহ।
❖ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রহ ২০২৪ অনুযায়ী আম উৎপাদনে শীর্ষ জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
❖ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রহ ২০২৪ অনুযায়ী পাট উৎপাদনে শীর্ষ জেলা- ফরিদপুর।
❖ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রহ ২০২৪ অনুযায়ী আলু উৎপাদনে শীর্ষ জেলা- রংপুর।
❖ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রহ ২০২৪ অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ জেলা- ঠাকুরগাঁও।
❖ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রহ ২০২৪ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা- পাবনা।
❖ কৃষি পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা- চট্টগ্রাম।
❖ কৃষি পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী তুলা উৎপাদনে শীর্ষ জেলা- ঝিনাইদহ।
❖ কৃষি পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী তামাক উৎপাদনে শীর্ষ জেলা- কুষ্টিয়া।
❖ বর্তমান বিশ্বের বৃহত্তম খাদ্যাত্মক দেশ- জার্মানি।
❖ দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট- লি জ্যা মিয়াং।
❖ ৩ জুন ২০২৫ যে দেশ দুই সভান নীতি বাতিল করে- ভিয়েতনাম।
❖ ১ জুন ২০২৫ বিশ্বের প্রথম দেশ হিসেবে যে দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে- মেক্সিকো।
❖ XChat হলো- মেসেজিং অ্যাপ।
❖ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6’র প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান- ব্রেইজ মেট্রিয়েলি।
❖ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ-ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম- Golden Dome।
❖ বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম- Chenab Bridge।
❖ ১৩ জুন ২০২৫ ইসরায়েল ইরানে যে নামে সামরিক অভিযান শুরু করে- Operation Rising Lion।
❖ ২২ জুন ২০২৫ যুক্তরাষ্ট্র ইরানের যে পারমাণবিক স্থাপনায় হামলা চালায়- উপরের সবগুলো (ইস্পাহান, ফোর্দী, নাতাঞ্জ)।
❖ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় যে বোমা দিয়ে হামলা চালায়- GBU-57।
❖ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় যে বিমান দিয়ে হামলা চালায়- B-2 Spirit।
❖ ২০২৬ সালে ৫২তম G-7 শীর্ষ সম্মেলন যেখানে অনুষ্ঠিত হবে- ফ্রান্স।
❖ New Development Bank (NDB) এর বর্তমান সদস্য দেশ- ৯টি।
❖ ১৯ মে ২০২৫ কোন দেশ NDB এর নবম সদস্যপদ লাভ করে- আলজেরিয়া।
❖ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য- ১০২টি।
❖ ৭ মে ২০২৫ যে দেশ IHO’র ১০২তম সদস্যপদ লাভ করে- বাহামাস।
❖ ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন- আনালেনা বায়েরবোক।
❖ ২০২৫ সালের বৈশিষ্ট শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ- আইসল্যান্ড।
❖ ২০২৫ সালের বৈশিষ্ট শান্তি সূচকে সর্বনিম্ন দেশ- রাশিয়া।
❖ ২০২৫ সালের বৈশিষ্ট শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান- ১২৩তম।
❖ FAO ফুড আউটলক ২০২৫ অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
❖ FAO ফুড আউটলক ২০২৫ অনুযায়ী ভুটা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
❖ FAO ফুড আউটলক ২০২৫ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ- ভারত।
❖ FAO ফুড অউটলুক ২০২৫ অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ- ভারত।
❖ FAO ফুড অউটলুক ২০২৫ অনুযায়ী গম আমদানিতে বাংলাদেশের অবস্থান- অষ্টম।
❖ বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এশিয়া কাপ আর্টারিতে স্বর্ণ পদক লাভ করেন- আবদুর রহমান আলিফ।
❖ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন- কার্লোস আলকারাজ।
❖ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পি9য়ন হন- কোকো গফ।
❖ কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫ সমান্না পান- প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।
❖ ৩০ মে ২০২৫ অধ্যাপক ড. মুহাম্দ ইউনুস উষ্ট্রেট ডিগ্রি পান যে বিশ্ববিদ্যালয় থেকে- জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।
❖ বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম- জিএম ৪০৩এম (GM 403M)।
❖ দেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর- হাতিয়া উপকূলীয় নদী বন্দর।
❖ জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ৫ আগস্ট।
❖ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ৫৬তম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয়- ২০ জুন ২০২৫।
❖ বাংলাদেশে প্রথম গুগল পে-এর কার্যক্রম চালু করে যে ব্যাংক- সিটি ব্যাংক পিএলসি।
❖ বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রড্যান্ড নেটওয়ার্ক চালু করে যে দেশ- চীন।
❖ Artificial Intelligence (AI) চালিত যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালায় যে দেশ- সুইডেন।
❖ ২৬ মে ২০২৫ জাতিসংঘের যে সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
❖ ইউরোপের যে দেশ সমুদ্র সৈকত, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়- ফ্রান্স।
❖ সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করে যে যে দেশ- রাশিয়া ও চীন।
❖ ২৭ মে ২০২৫ ইউরোপের যে দেশের পার্লামেন্ট স্বেচ্ছামূল্যুর অধিকারকে স্বীকৃতি দেয়- ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি (ফ্রান্স)।
❖ আমেরিকা মহাদেশের যে দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়- কলম্বিয়া।
❖ ৭২তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন- ওপাল সুশাতা চুয়াংসি (থাইল্যান্ড)।
❖ তুরস্কের তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির চালকবিহীন যুদ্ধায়নের নাম- বায়ারাজার কিজি লেলমা।
❖ বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র বসানো হয়- সৌদি আরবের কাবা চতুরে।
❖ বিশ্বের সবচেয়ে আধুনিক বি-২ স্টেলথ বোমার বিমান তৈরি করে- যুক্তরাষ্ট্র।
❖ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (IOC) ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন- ক্রিস্ট কভেন্ট্রি (সাঁতার)।
❖ আম রণানিতে বিশ্বে শীর্ষ দেশ- মেক্সিকো।
❖ ইরানের নতুন সেনা প্রধানের নাম- মেজর জেনারেল আমির হাতেমি।
❖ অত্যাধুনিক হেলফ্যায়ার ক্ষেপণাস্ত্র যে দেশের তৈরি- যুক্তরাষ্ট্র।
❖ সংযুক্ত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম- International Organization for Mediation (IOMed). IOMed-এর সদর দপ্তর যেখানে অবস্থিত- হংকং।
❖ জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাই-কমিশনারের (UNHCR) তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিক- ৪৪ লাখ।
❖ 'পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান ২০২৪' এর প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে দেশে কৃষি জমির পরিমাণ- ৭২৯১৫.৭৪ বর্গ কিলোমিটার।
❖ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর নতুন সভাপতির নাম- আমিনুল ইসলাম বুলবুল।
❖ বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন- নাজমুল হোসেন শান্ত।

Post a Comment

0 Comments

Facebook Telegram YouTube WhatsApp
👆